ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

আজ ঘোষণা হবে অক্টোবর মাসের এলপিজি মূল্য: বাড়বে নাকি কমবে?

অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আজ বুধবার বিকেল ৩টায় ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী এই দাম সমন্বয় করা হবে। গত মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আগের মাসগুলিতে কখনো দাম বাড়ানো হয়েছে, আবার কখনো কমানো হয়েছে। ২০২৩ সালে মোট ৫ বার এলপিজির দাম কমানো হলেও ৭ বার বেড়েছে। ফলে আজকের ঘোষণার দিকে ভোক্তাদের নজর থাকবে, বিশেষ করে যারা বাড়ির রান্নায় এলপিজি ব্যবহার করেন। নতুন মূল্য পরিবর্তনের কারণে বাজারের চাহিদা ও মূল্যস্ফীতি প্রভাবিত হতে পারে।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ এ ৯:৩৩ AM

আজকের সর্বশেষ