আজ ১৩ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা: ৬০ কিলোমিটার বেগের ঝড়

আজ বুধবার দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ এ ৮:৫৩ AM