ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

কুমিল্লা সিটি করপোরেশনে কর্মচারীদের বিক্ষোভ: নির্বাহী কর্মকর্তা সামছুল আলমের পদত্যাগ দাবি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাহী কর্মকর্তা সামছুল আলমের পদত্যাগ দাবি করে মঙ্গলবার দুপুরে নগর ভবনের প্রধান ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামছুল আলম বিএনপি করার অভিযোগ এনে অসংখ্য কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। পূর্বে তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে নজির মিয়া, রনি, সুফিয়া আক্তার, জহির মিয়া, জীবন মিয়া, দুলাল হোসেন, জুয়েল রানা, সাগর এবং রাকিবসহ অনেক কর্মচারী বরখাস্ত হন। দীর্ঘ ২০ বছর ধরে কুমিল্লায় বিভিন্ন পদে থেকে বড় ধরনের সিন্ডিকেট তৈরি করে আছেন তিনি, যার ফলে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। অভিযোগ রয়েছে যে, তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার এসিল্যান্ড এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক এমপি বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও তিনি ক্ষমতাধারীদের সাহায্যে বারবার বেঁচে গেছেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ এ ৯:৪৯ PM

আজকের সর্বশেষ