বেক্সিমকোর শেয়ার কেলেঙ্কারি: ৪২৮ কোটি টাকা জরিমানা বিএসইসির সিদ্ধান্তে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসির ৯২৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেয়ারবাজারের আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরিমানার তালিকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল, জুপিটার বিজনেস লিমিটেড, এবং আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ এ ৭:৫৮ PM