বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে ক্লিয়ারিং চেকের সমস্যা

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেনে সমস্যা দেখা দিয়েছে। সোমবার রাতে সার্ভারে সমস্যা হলে নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা জানান, ত্রুটির কারণে সোমবার রাতে যে সব চেক এসেছে, সেগুলোর ক্লিয়ারিং সম্ভব হয়নি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম সমস্যার সমাধানে কাজ করছে এবং খুব শিগগিরই এই সমস্যা সমাধান হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভারের ত্রুটি শনাক্ত হওয়ার পর রাত ৯টা থেকে সমস্যার সমাধানে চেষ্টা চলছিল, কিন্তু রাত ২টা পর্যন্ত সমাধান না হওয়ায় ক্লিয়ারিং সেবা বন্ধ রাখা হয়। এর ফলে স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তির প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। বাংলাদেশ ব্যাংকের তিনটি প্ল্যাটফর্ম—আরটিজিএস, বিএসিএইচ এবং বিইএফটিএন—এই সেবা প্রদান করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মকর্তারা কাজ করছেন।
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ এ ৪:৩১ PM