জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার আসামি সাইফুল গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইফুল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। উল্লেখ্য, এর আগেও রায়হান নামে আরেক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। শামীম মোল্লা, যিনি ১৮ সেপ্টেম্বর কয়েকদফা গণপিটুনির শিকার হয়ে মারা যান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ জন অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ এ ৫:৩০ PM