দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু দেশে প্রবেশ করেছে। প্রতি টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হয়েছে, যা কেজি দরে ২১.৬ টাকা পড়েছে। স্থানীয় আমদানী-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানিয়েছেন, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ব্যবসায়ীরা এই আমদানী করেছেন। বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮টা পর্যন্ত আলু আমদানী করা হয়। মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান এই আলু আমদানী করেছে। তারা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি দরে বিক্রি করার পরিকল্পনা করছে। খুচরা বাজারে পরিবহন খরচসহ আলুর দাম ৩০ থেকে ৩৫ টাকা কেজি হতে পারে। ভারত সরকার আলুর ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেওয়ায় এবং দেশের বাজারের ঊর্ধ্বগতি বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানীর অনুমতি দিয়েছে। গত ৮ জুলাইয়ের পর এবার আলু আমদানী হচ্ছে, এবং বর্তমানে ভারতে আলুর মূল্য কম থাকায় দিনাজপুরসহ অন্যান্য জেলার ব্যবসায়ীরা আমদানীর উপর গুরুত্ব দিচ্ছেন। আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে এই আলু বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:৫৪ PM