রাজধানীতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ ৩ দগ্ধ

রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণের পর দ্রুত আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধদের মধ্যে ৩৫ বছর বয়সী টোটন, ৩০ বছর বয়সী নিপা এবং ৩ বছরের শিশু বায়জিদ রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ এবং শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন। টোটন জানান, "শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।" এই ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বিস্ফোরণের ঘটনা নাগরিক নিরাপত্তার জন্য নতুন চিন্তার দোরগোড়ায় দাঁড় করিয়েছে।
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:১৬ PM