জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের ভারত ও প্রতিবেশী দেশ সম্পর্কে বক্তব্য

চুয়াডাঙ্গা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, “পারস্পারিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।” তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে ‘যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন’ বিষয়ে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, “ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। আমাদের প্রতিবেশী দেশ ও বিশ্বে আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা।” সমাবেশে ড. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “সময়সীমা মেনে হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে। জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কিছু করা যাবে না। জাতির চেতনা ও ২৪ বিপ্লবকে ধারণ করতে হবে।” তিনি বর্তমান আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “তারা অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে গিয়েছিল।” জামায়াতের আমির দেশবাসীকে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শান্তির প্রতীক।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দীন খান। সমাবেশে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ এ ১২:০২ PM