ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে? আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার কার্যকরী উপায়

মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফোন ছাড়া দৈনন্দিন কাজ যেন অসম্ভব। তবে ফোনে ব্যাটারি কম থাকলে আমাদের অনেকেরই মেজাজ খারাপ হয়ে যায়। দিনের বেশির ভাগ সময় ফোন চার্জে থাকে, যা ব্যাটারির আয়ু কমাতে পারে। কিন্তু, কিছু সহজ ট্রিকস অনুসরণ করে আপনার আইফোনের ব্যাটারি অনেকদিন ভালো রাখা সম্ভব। প্রথমত, ফোনের ডিসপ্লে সেটিংসে গিয়ে ‘ডার্ক মোড’ চালু করুন। ডার্ক মোড ফোনের ব্যাটারি সাশ্রয়ে সাহায্য করে। দ্বিতীয়ত, ‘রিডিউজ় ওয়াইট পয়েন্ট’ অপশনটি চালু করে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। এতে ব্যাটারি কম খরচ হবে। তৃতীয়ত, ব্যাটারি হেলথ অপশন থেকে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অন করে নিন। নোটিফিকেশন যত কম থাকবে, ব্যাটারির খরচও তত কম হবে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে ‘নোটিফিকেশন সেটিংস’-এ গিয়ে প্রয়োজনীয় অ্যাপগুলো সিলেক্ট করে বন্ধ করে দিন। এছাড়া, এয়ারড্রপ ফিচারটি ব্যাটারি দ্রুত শেষ করতে পারে, বিশেষ করে জনাকীর্ণ স্থানে। তাই এয়ারড্রপের অপ্রয়োজনীয় সার্চ বন্ধ করে রাখুন।

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ৩:৫০ PM

আজকের সর্বশেষ