জামায়াত আমির ডা. শফিকুর রহমান: গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ বিপজ্জনক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দেশের মানুষের আকাঙ্ক্ষা মেনে রাজনীতি করতে হবে, বাইরের সাহায্যে নয়।" শুক্রবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের রাজনৈতিক দল ও সব পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। দেরি করলে বিশৃঙ্খলা ও তৃতীয় শক্তির উত্থান ঘটতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর। তিনি শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার না করা ব্যক্তিদের অন্তর্ভুক্তির সমালোচনা করে বলেন, অন্তত একজন আলিয়া এবং একজন কওমী আলেমকে কমিশনে অন্তর্ভুক্ত করা উচিত। বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা সদস্য হত্যার বিচারসহ দেশের সব হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছিল। উল্লেখ্য, ১৫ বছর পর প্রথমবারের মতো জামায়াতের উদ্যোগে এই রুকন সম্মেলন প্রকাশ্যে অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ২:৪৭ PM