ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেলেন শিক্ষার্থী আসিফ মাহমুদ

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে tragically মৃত্যু হয়েছে আসিফ মাহমুদ (১৮) নামে এক শিক্ষার্থীর। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আসিফ, যিনি ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়ার আব্দুল মান্নানের ছেলে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, আসিফসহ পাঁচজন বন্ধু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। চারজন দ্রুত পুকুরের গভীরে চলে যায়, কিন্তু আসিফ পাড় থেকে কিছুটা দূরে তলিয়ে যেতে থাকে। পরে তার বন্ধুদের ফিরে আসার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পুকুর থেকে আসিফের মরদেহ উদ্ধার করে। এই ঘটনা শিক্ষার্থী ও তাদের পরিবারে শোকের ছায়া ফেলেছে।

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ১:০৮ PM

আজকের সর্বশেষ