জুলাই ও আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় রুল জারি

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আজ (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ বিষয়ে রুল জারি করেছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজেরের দায়ের করা এই রিটে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি ও আহতদের মুক্তিযোদ্ধা ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা। রায়হান আলম সাংবাদিকদের জানান, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়ার বিষয়েও আদালতের প্রতি রুল চাওয়া হয়েছে। এই রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ এ ৬:৪৮ PM