ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

ভিসতা কারখানায় তৈরি হবে 'অক্স' ব্র্যান্ডের এসি, আন্তর্জাতিক বাজারে রফতানি

বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। তারা চীনের 'অক্স' কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে বাংলাদেশে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের কারখানায় তৈরি হবে 'অক্স' ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার (এসি)। এই উদ্যোগের মাধ্যমে শুধু স্থানীয় বাজারেই নয়, বরং বিদেশের বাজারেও এই পণ্য রফতানির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি চীনের নিংবো শহরে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভিসতার চেয়ারম্যান সামছুল আলম ও অক্সের পরিচালক জি ঝু লিঙ এ চুক্তিতে স্বাক্ষর করেন। ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ জানান, তারা পণ্যের গুণগত মানে বেশি গুরুত্ব দেবেন এবং আশা করছেন, এই উদ্যোগ বাংলাদেশের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাজারে তাদের শীর্ষ অবস্থান প্রতিষ্ঠা করবে। অক্সের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং কারিগরী সহায়তা পাওয়া যাবে।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ এ ১১:২০ AM

আজকের সর্বশেষ