ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে

বাংলাদেশ পুলিশ প্রতারণার বিরুদ্ধে সদা সক্রিয় রয়েছে এবং সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংগঠিত প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে, শুধুমাত্র আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়; সামাজিক সচেতনতা এর জন্য অপরিহার্য। মোবাইল ব্যাংকিং এবং এটিএম কার্ডের ক্ষেত্রে প্রতারকরা নিজেদের পরিচয় দিতে পারে ব্যাংকের কর্মকর্তার মতো। তারা সাধারণত সিস্টেম মেইনটেনেন্স বা জরুরি তথ্য হালনাগাদের অজুহাতে আপনার গোপন পিন নম্বর জানতে চায়। যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে পিন নম্বর শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ কোনো প্রতিষ্ঠানই আপনার গোপন পাসওয়ার্ড জানার দাবি করতে পারে না। এমন পরিস্থিতিতে বিচলিত না হয়ে কলটি কেটে দিন এবং পরবর্তীতে একই নম্বর থেকে আসা কল রিসিভ করতে বিরত থাকুন। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ পুলিশে জানাতে হবে। আসুন, নিজেদের সচেতন রাখি এবং অপরকে সচেতন করে নিরাপদ জীবন গড়ি। তথ্যসূত্র: বাংলাদেশ পুলিশের 'সচেতন নাগরিক' ফেসবুক পেজ।

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ এ ৯:৩৮ PM

আজকের সর্বশেষ