ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

পরোপকারী ব্যক্তি সম্পর্কে রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ বক্তব্য

মুসলমানরা সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে অন্য সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, "তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় থেকে নিষেধ করবে" (সুরা আলে ইমরান, আয়াত ১১০)। সত্যিকার অর্থে, মানুষের উপকার করা হচ্ছে সর্বোত্তম আমল, যা রাসুলুল্লাহ (সা.) হাদিসে বলেছেন, "সর্বোত্তম মানুষ সে, যে মানুষের উপকার করে"। এছাড়া, মহানবী (সা.) বলেন, "তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে, যার কাছে কল্যাণ কামনা করা যায়"। এর মাধ্যমে তিনি পরোপকারীদের মহান মর্যাদা তুলে ধরেছেন। আবদুল্লাহ ইবনে উমরের (রা.) একটি হাদিসে উল্লেখিত হয়েছে যে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলেন যিনি বিপদ-আপদ থেকে মুক্তি দেন এবং মানুষের ক্ষুধা নিবারণ করেন। ইসলাম সব সময় কল্যাণকর কাজের প্রতি উৎসাহিত করে, এবং প্রতিটি মুসলমানের কর্তব্য হলো মানুষের উপকারে নিয়োজিত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান কাজের তাওফিক দান করুন। আমিন।

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:০১ PM

আজকের সর্বশেষ