ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান গোলাম মোহাম্মদ কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, "যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।" দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। রোববার (২২ সেপ্টেম্বর) নেতা-কর্মীদের একটি নির্দেশনায় তিনি বলেন, "শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।" দুর্গাপূজাকে নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। এর আগে, একই দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কাদের। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ এ ১১:৩১ PM

আজকের সর্বশেষ