সাবেক রেলমন্ত্রী সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

যাত্রাবাড়ী থানার এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন জানালে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ তার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে, তবে প্রথমে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারের পর আজ সুজনকে আদালতে হাজির করা হয়, যেখানে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন।
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ এ ৬:৪০ PM