ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “সারাদেশে গায়েবি মামলার কালচার শুরু করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আমাদের এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।” শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। তাই বিচার করতে হবে সংবিধানের ভিত্তিতে। বিচার একটি মহৎ দায়িত্ব, এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না। নিম্ন আদালতে বিচারক হিসেবে আপনাদের মানুষের হয়রানি কমাতে হবে।” আইন উপদেষ্টা আরও বলেন, “আদালতে আসামির ওপর হামলা ঠেকাতে আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। আদালত প্রাঙ্গণে কোনো অবস্থাতেই আসামির ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।” অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, বিচারকদের পদায়ন হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি বলেন, “মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। কোনো অন্যায় আবদার মানা হবে না।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন প্রমুখ। এ সময় অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ এ ১:১৬ PM

আজকের সর্বশেষ