বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এ তথ্য জানান। তিনি বলেন, “বিচার বিভাগের জন্য সরকার থেকে সহযোগিতা চেয়েছি, তাই এটি সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে।” বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং নিয়োগের নিয়ম নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, “বিচার বিভাগ পৃথক হলেও এখানে চলছে দ্বৈত শাসন, যা বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দিচ্ছে। বিচারের জন্য স্বতন্ত্র বাজেট এবং কমিশন নিয়োগের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে।” তিনি দুর্নীতি মোকাবেলায় জিরো টলারেন্স ঘোষণা করেন এবং জানান, “জেলা জজ ও বিচারকদের দুর্নীতি দমনে ব্যর্থ হলে তা তাদের সার্ভিসের ব্যর্থতা হিসেবে গণ্য হবে।” মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম জানিয়ে তিনি বলেন, “৪২ লাখ মামলার জট রয়েছে এবং এর সমাধানে দক্ষ জনবল নিয়োগ জরুরি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং সারা দেশের প্রায় দুই হাজার বিচারক।
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:২৯ PM