পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের অভিযোগ মিথ্যা: উপদেষ্টা নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি। বিচ্ছিন্ন কিছু জায়গায় সাময়িক সমস্যা হয়েছিল, তবে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, "কেউ প্রমাণ দিতে পারবে না যে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। এই বিষয়ে জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি।" নাহিদ ইসলাম আরও বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো অভ্যন্তরীণভাবে সমাধান করা হবে। দেশকে অস্থিতিশীল করার অনেক ষড়যন্ত্র চলছে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:২২ PM