ঢাকা | শনিবার, ৩০রা আগস্ট ২০২৫

তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে

আজ শনিবার সকাল থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রাঙামাটিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটও চলছে। ভোর থেকেই দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করায় তিন জেলার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। পাহাড়ি-বাঙালি সংঘর্ষে চারজন নিহত ও অগ্নিসংযোগের প্রতিবাদে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে এই অবরোধের ডাক দেওয়া হয়। চট্টগ্রামের চেরাগী পাহাড়ে গতকাল প্রতিবাদ সমাবেশে অবরোধের ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে, পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাঙামাটির মালিক সমিতি, যারা গতকাল বাস ও অন্যান্য যানবাহন পোড়ানোর ঘটনার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়। অবরোধের কারণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও নৌপথে সব ধরনের পরিবহন, পণ্যবাহী ট্রাক, ও স্থানীয় যানবাহন চলাচল স্থগিত রয়েছে।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ এ ৮:২০ PM

আজকের সর্বশেষ